দাজ্জালের জন্য প্রস্তুত ইসরায়েল, থার্ড টেম্পলে উঠছে লাল গাভী !

 দাজ্জালের জন্য প্রস্তুত ইসরায়েল, থার্ড টেম্পলে উঠছে লাল গাভী


ফিলিস্তিনের উপর ইতিহাসের অন্যতম বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েলি। তবে এই হামলা কি শুধুই রাজনৈতিক কারণে, কেনই বা তারা আল-আকসার দখল নিতে চাচ্ছে? আর এইসব ঘটনার সাথে দাজ্জালের সম্পর্কই বা কি? এইসব নিয়ে আলোচনা হবে এই পর্বে। 

এই বিষয়ে আলোচনা করার আগে ইহুদি তথা বনি ইসরাইলের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারনা থাকতে হবে। আল্লাহর প্রেরিত কিতাব তাওরাত ও যাবুর যাকে বাইবেলে ওল্ড টেস্টিমেন্ট বলা হয়েছে সেখানে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বা মাসিহের আগুমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে।  ইসা (আঃ) এর জন্মের আগে যখন বনি ইসরাইলরা রোমান সভ্যতার অত্যাচারের শিকার হচ্ছিলো, তারা তখন সেই মাসীহের আগমনের জন্য অপেক্ষা করতেছিলো। 

কিন্তু যখন ইসা (আঃ) আসেন এবং আল্লাহর বানি প্রচার করেন, তখন তারা তাকে অস্বীকার করে, কারন তারা আশা করছিলো তাদের মাসীহ হবে একজন রাজনৈতিক নেতা। কিন্ত ইসা (আঃ) রাজনৈতিক নয় বরং ধর্মীয় নেতা ছিলেন। তাই বাইবেলে বর্নিত মাসীহের সব বিবরণ ইসা (আঃ) এর সাথে মিলে যাওয়ার পরেও তারা তাকে অস্বকিার করে। 

আর রোমান রাজার কাছে তারা নালিশ দেয় যেন ইসা (আঃ) কে কুরুশবিদ্ধ করা হয়। কারন হিসেবে তারা বলে  তিনি রোমান রাজাকে পরাজিত করতে এসেছেন। চোখের সামনে সত্যকে দেখার পরেও তারা সে সত্য অস্বীকার করে তাই আল্লাহ বনি ইসরাইলকে অভিশপ্ত জাতি বলেন আর ইসা (আঃ) এর পর বনি ইসরাইলদের কাছে আর কোন নবী পাঠাননি। 

আল্লাহ কোরআনে বলেন, “বণি ইসরাইলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিলো, তারা দাউদ ও মরিয়ম পুত্র ইসা (আঃ) কর্তৃক অভিশপ্ত হয়েছিলো, কারণ তারা ছিলো সীমালংঘনকারী”। তারা ইসা (আঃ) কে অবিশ্বাস করলেও তাদের বিশ্বাস যে মাসীহ আসবেন। কিন্তু সেই মাসীহ আসার আগে তাদের

তিনটি শর্ত পূরণ কতে হবে.

1. কে সেই মাসীহ?

2. শর্ত তিনটি কি?

বিস্তারিত ভিডিওটি বর্ণনা ভিডিওতে রয়েছে ঃ 



Israel is ready for the Dajjal, the red cow is rising in the Third Temple!


Israel is conducting one of the most brutal attacks in history on Palestine. But is this attack only for political reasons, or do they want to take over Al-Aqsa? And what is Dajjal's relationship with these events? These will be discussed in this episode.

Before discussing this topic, there must be some understanding of the history of the Jews and Bani Israel. The Torah and Jabur, the books of God's messengers, which are called the Old Testament in the Bible, foretell the coming of Isa (peace be upon him) or the Messiah. Before the birth of Isa (as) when the children of Israel were being persecuted by the Roman civilization, they were waiting for the coming of the Messiah.

But when Jesus (pbuh) came and preached the word of God, they rejected him, because they expected their Messiah to be a political leader. But Isa (as) was not a political but a religious leader. So even though all the details of the Messiah described in the Bible match Jesus (pbuh), they reject him.

And they complained to the Roman king that Jesus (as) should be crucified. The reason, they say, is that he came to defeat the Roman emperor. Even after seeing the truth in front of their eyes, they deny that truth, so Allah called the Bani Israel a cursed nation and did not send any other prophet to the Bani Israel after Jesus (A.S.).

Allah says in the Qur'an, "Those who disbelieved among the Children of Israel were cursed by David and Isa, son of Mary, because they were transgressors." They do not believe in Jesus (pbuh), but they believe that the Messiah will come. But before the coming of that Messiah, theirs


All three conditions must be fulfilled.


1. Who is the Messiah?


2. What are condition three?


The detailed video is in the video description: 










2 comments:

Powered by Blogger.