আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন - What Allah does He does for goodness
আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন
এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, “রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক।”
একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল খুইয়ে বসেছেন…. রাগে-যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, “আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।”
চাকর বলল, “এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব, আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজই করেন; কোনো ভুল করেন না।”
চাকরের এই কথায় আরও ত্যক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন…. এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেব দেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল! প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন।
চাকরকে এনে বললেন, “ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না-থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। “তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন?”
চাকর বললঃ “রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না,কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।”
জীবনের নানা দুঃখকষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ…… আমরা ভুলে যাই কোন কিছুই আপনা-আপনি হয় না, বরং সবকিছুর পেছনেই একটি নির্দিষ্ট কারণ আছে। … আলহামদুলিল্লাহ্… ।
Very information post thanks
ReplyDeleteগল্পটা অনেক ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য
ReplyDeleteঅসম্ভব সুন্দর একটা গল্প ধন্যবাদ
ReplyDeleteআপনাকে অসংখ্য ধন্যবাদ
ReplyDeleteখুব সুন্দর একটা কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর পোস্ট করার জন্য।
ReplyDeleteখুব সুন্দর করে গল্প বলার জন্য ধন্যবাদ
ReplyDeleteঅনেক ভালো লাগলো ধন্যবাদ
ReplyDeleteBeautiful story
ReplyDeleteমাশাল্লাহ অনেক সুন্দর গল্প ছিলো ।
ReplyDeleteআপনার গল্প টা অনেক ভালো লাগলো
ReplyDeleteI like
ReplyDeleteNice story.🖤
ReplyDeleteSundor golpo
ReplyDeleteYou offered something extremely decent. Much thanks to you for such a wonderful post.
ReplyDeleteঅনেক সুন্দর একটি গল্প
ReplyDeleteNice story
ReplyDelete