একটি শিক্ষণীয় ইসলামিক গল্প - An instructive Islamic story!
একটি শিক্ষণীয় ইসলামিক গল্প!
এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন। তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমুল নিয়ে আস। তুমি যদি ঝুঁড়ি ভরে ফল আনতে পার আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হল, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না।
লোকটি মনে করলো এটা তো কোন কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল। দেখল, গাছে গাছে ফল পেকে আছে। নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হল না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল। কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাব, সেখান থেকেই ফল নিয়ে ঝুঁড়ি ভরব। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিড়ে নেই।
কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভাল ফলই ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল। সে এখানে এসে দেখল ফলের কোন চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল, হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব। ঘটনা বর্ণনা করার পর ইমাম গজালি (রহ বলেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশ কারি লোকটি হল তুমি। আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হল তোমার আমলনামা। আর বাগান দ্বারা উদ্দেশ্য হল তোমার জীবন।
বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ। আর তোমাকে নেক কাজের ফল ছিড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাব, আগামী কাল থেকে ফল ছেড়া আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে। অতএব নেক কাজ যখনি করতে সময় পান তখনি করে নিন। জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক বাগানে বিচরণ কালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনি নেকী নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই।
Onek sundor
ReplyDeleteSuper ❤️
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteSuper
ReplyDeleteVery attractive
ReplyDeleteVery informative Post.
ReplyDeleteVery nice
ReplyDelete❤️❤️
ReplyDeleteমাশাল্লাহ ❤️
ReplyDeleteKhub sundor ekta post ❤️
ReplyDeleteগল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ...
ReplyDeleteএতো সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ
ReplyDeleteValo laglo post tah
ReplyDeleteএকটি শিক্ষনীয় গল্প
ReplyDeleteএকটি শিক্ষনীয় গল্প
ReplyDeletenicely word
ReplyDeleteAmazing
ReplyDeleteশিক্ষনীয় পোস্টটি করার জন্য ধন্যবাদ
ReplyDeleteএত সুন্দর করে কথাগুলো বুঝানোর জন্য ধন্যবাদ
ReplyDeleteAlhamdulillah very nice post
ReplyDeleteGood post
ReplyDeletebest post
ReplyDeleteNice 👍👍👍
ReplyDeleteOnk vlo laglo
ReplyDeleteValo laglo post ta
ReplyDeleteBast post
ReplyDeleteঅনেক সুন্দর একটি গল্প এমন গল্প আরো দেখতে চাই 🥰🥰🥰
ReplyDeleteগল্প টা থেকে অনেক কিছু শিখতে পারলাম
ReplyDelete